একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের সংসদীয় আট আসনের নব নির্বাচিত এমপিরা শপথ বাক্য পাঠ করেছেন।
বৃহস্পতিবার জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমীন চৌথুরী নব-নির্বাচিত সংসদ সদস্যদের এ শপথ পাঠ করান।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলে প্রথমবারের মত চারজন সংসদ সদস্য হিসেবে শপথ পাঠ করলেন। এরা হচ্ছেন, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসন থেকে বিজয়ী জেলা আওয়ামী লীগের সদস্য আতাউর রহমান খান, টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসন থেকে বিজয়ী জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহের, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভুঞাপুর) আসন থেকে বিজয়ী জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান ছোট মনির ও টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসন থেকে বিজয়ী জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক আহসানুল ইসলাম টিটু।
অপরদিকে চতুর্থবারের মতো সংসদ সদস্য হিসেবে শপথ পাঠ করেছেন, টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের বিজয়ী বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মোঃ আব্দুর রাজ্জাক এবং টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে থেকে বিজয়ী মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি একাব্বর হোসেন।
একই সাথে দ্বিতীয় বারের মতো সংসদ সদস্য হিসেবে শপথ পাঠ করেছেন, টাঙ্গাইল-৫ (সদর) আসন থেকে বিজয়ী টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছানোয়ার হোসেন এবং টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসন থেকে বিজয়ী সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ ও সেচ্ছাসেবক লীগ নেতা হাসান ইমাম খান সোহেল হাজারী।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের আটটি আসনের আওয়ামী লীগ প্রার্থী নৌকা প্রতীকে বিপুল ভোটে বিজয়ী হন।
Discussion about this post