গাজীপুরে চিহ্নিত দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১ এর সদস্যরা।
শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, গাজীপুর সিটি করপোরেশনের বাহাদুরপুর এলাকার মৃত বছির উদ্দিনের ছেলে মোঃ শফিক (৩২) ও তাঁর স্ত্রী মর্জিনা বেগম (২৭)।
র্যাব-১ এর গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্প কোম্পানী কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানান, গোপন সংবাদের বিত্তিতে গাজীপুর সিটি করপোরেশনের (জিএমপি) সদর থানাধীন পূর্ব-বাহাদুরপুর এলাকায় ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের সময় হাতে-নাতে আটক করা হয়। এসময় তাদের বসত ঘর তল্লাশী করে আসামীদের দখলে থাকা ৯৬পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ২২২০ টাকা, ১৩টি মোবাইল ফোন, ৬টি মানিব্যাগ, ৫টি হাত ঘড়ি, ৩টি ফায়ারিং সিলিন্ডার, ১টি অকেজো ১টি চাইনিস কুড়াল, ২টি চাকু, ১টি গ্রীল কাটার মেশিন, ২টি করাত, ১টি শাবল উদ্ধার করা হয়। জানা যায়, তাঁরা মাদক ব্যবসা ও ছিনতাইকারীর সদস্য।
Discussion about this post