ইতালিতে নিযুক্ত উত্তর কোরিয়ার শীর্ষ কূটনীতিক রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছেন। বৃহস্পতিবার (৩ জানুয়ারি) দক্ষিণ কোরিয়ার দৈনিক জুংআং ইলবো’র এক প্রতিবেদনে এ কথা বলা হয়। বার্তা সংস্থা এএফপি এ খবর প্রকাশ করেছে।
সিউলে নাম প্রকাশে অনিচ্ছুক এক কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যমটি জানায়, রোমে নিযুক্ত উত্তর কোরিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জো সং গিল পশ্চিমা একটি দেশের কাছে সপরিবারে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছেন।
এক কর্মকতার বরাত দিয়ে জুংআং জানায়, ‘গত মাসের গোড়ার দিকে তিনি রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন।’
ওই কর্মকর্তার বরাত দিয়ে আরো বলা হয়, এ কূটনীতিকের ব্যাপারে কি করা হবে সেটা নিয়ে ইতালি কর্তৃপক্ষ ‘সিদ্ধান্তহীনতায়’ রয়েছে। তবে তিনি আরো বলেন, ইতালি কর্তৃপক্ষ তার নিরাপত্তা জোরদার করে তাকে সুরক্ষিত স্থানে রেখেছে।
Discussion about this post