সিডনি টেস্টের প্রথম দিনটা ভালোই কেটেছে ভারতের। চেতেশ্বর পুজারার সেঞ্চুরি ও মায়াঙ্ক আগরওয়ালের অর্ধশতকের ওপর ভর করে দিন শেষে মাত্র ৪ উইকেট হারিয়ে ৩০৪ রান করেছে ভারত।
১৩০ রান করে উইকেটে অপরাজিত আছেন পূজারা, ৩৯ রান করে তাকে সঙ্গ দিচ্ছেন বিহারী। বল হাতে হ্যাজেলউড নিয়েছেন দুটি উইকেট। এছাড়া নাথান লায়ন ও মিচেল স্টার্ক একটি করে উইকেট নিয়েছেন।
বৃহস্পতিবার (৩ জানুয়ারি ) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় অস্ট্রেলিয়ার সিডনিতে সিরিজের চতুর্থ ও শেষ এ ম্যাচটি শুরু হয়। টসে জিতে ব্যাট করতে নেমে ওপেনার রাহুলকে হারিয়ে হোঁচট খায় সফরকারীরা।
দলীয় ১০ রানের মাথায় রাহুলের উইকেট হারায় ভারত। রাহুল ব্যক্তিগত ৯ রানে হ্যাজেলউডের বলে শন মার্শের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান। এরপর ক্রিজে আসেন পূজারা। আগারওয়াল ও পূজারা জুটি থেকে আসে ১১৬ রান। এরপর হঠাৎই ছন্দপতন ১২৬ রানের মাথায় সাজঘরে ফিরে যান আগারওয়াল।
সেঞ্চুরি থেকে মাত্র ২৩ রান দূরে সাজঘরে ফিরে যান তিনি। তার বিদায়ের পর দলের হাল ধরতে মাঠে নামেন অধিনায়ক কোহলি। তবে এদিন খুব একটা সুবিধা করতে পারেননি তিনি। মাত্র ২৩ রানে আউট হয়ে যান।
অধিনায়কের পথেই হাটেন রাহানে। ১৮ রান করে ফিরে যান তিনি। ২২৮ রানে চতুর্থ উইকেটের পতনের পর ব্যাট করতে নামেন বিহারী। দেখেশুনে খেলে পঞ্চম উইকেট জুটিতে পূজারার সঙ্গে অবিচ্ছিন্ন ৩৯ রানের জুটি গড়ে আর কোনো বিপদ ঘটতে দেননি বিহারী।
উল্লেখ্য, সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে সফরকারীরা।
Discussion about this post