আগামী ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালবাসা দিবস। আর বিশ্ব ভালবাসা দিবসের পরের দিনেই শাকিব খান হাজির হচ্ছেন ‘শাহেনশাহ’ নিয়ে। ১৫ ফেব্রুয়ারি ‘শাহেনশাহ’ মুক্তি পাবে সংবাদমাধ্যমকে জানিয়েছেন ছবিটির পরিচালক শামিম আহমেদ রনি।
ছবিটিতে প্রথমবারের মতো শাকিব খানের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন নুসরাত ফারিয়া। এছাড়া এ ছবির মাধ্যমে ঢালিউডে অভিষেক হতে যাচ্ছে রোদেলা জান্নাতের।
গত বছরের অক্টোবরের শেষ দিকে ছবিটির শুটিং শুরু হয়। পরিচালক জানিয়েছেন, ছবিটির সিংহভাগ শুটিং শেষ। এখন বাকি আছে শুধু তিনটি গানের শুটিং।
ছবিটিতে শাকিব-ফারিয়া-রোদেলা ছাড়াও তারিক আনাম খান, চিত্রনায়ক উজ্জল, মিশা সওদাগর ও আহমেদ শরিফের মতো খ্যাতিমান অভিনেতারাও অভিয় করছেন। ছবিটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া।
Discussion about this post