কক্সবাজারের চকরিয়ায় স্ত্রীর সঙ্গে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে রুবেল মিয়া (২৫) নামের এক যুবক আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
বুধবার (২ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের ৭ নং ওয়ার্ড চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। রুবেল ওই এলাকার নুরুল ইসলামের ছেলে।
মারা যাওয়া রুবেল দুই সন্তানের জনক। পেশায় ট্রাক চালক ছিলেন তিনি।
স্থানীয়রা জানান, সকাল ৬টার দিকে স্ত্রীর সাথে রুবেলের ঝগড়া হয়। এর জের ধরে পরিবারের সদস্যদের অজান্তে সকাল ১০টার দিকে বাড়ির পেছনে গাছের সাথে ঝুলে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে সে।
পরে স্ত্রীর চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Discussion about this post