টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বর্ষিয়ান রাজনীতিবিদ, সাবেক এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শামসুর রহমান খান শাজাহানের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২ জানুয়ারি) বিকালে উপজেলার হামিদপুর বাসস্ট্যান্ডে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
দিঘলকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মহিয়ার উদ্দিন মিয়ার সভাপতিত্বে ইউনিয়ন আ’লীগ আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুর রহমান খান ফারুক।
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৩ ঘাটাইল আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব আতাউর রহমান খান।
স্মরণ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট আলমগীর খান মেনু, শহর আওয়ামীলীগের সভাপতি সিরাজুল হক আলমগীর, সাংগঠনিক সম্পাদক বাবু সুভাস চন্দ্র সাহা, ঘাটাইল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আরিফ হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দিঘলকান্দি ও দিগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম ও আবুল কালাম আজাদ, হামিদপুর ট্রাক শ্রমিক সভাপতি জাকির হোসেন খান রতন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মফেল উদ্দিন তালুকদার, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইসতিয়াক আহমেদ রাজিব, উপজেলা ছাত্রলীগের যুগ্ন সম্পাদক মো. সম্রাট খান, ছাত্রলীগ নেতা এনামুল হক খান রাসেল (কালিয়াগ্রাম), দিগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন জনি প্রমুখ।
এ সময় বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়া তার সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ রোববার বিকালে ঘাটাইল বাস স্ট্যান্ড চত্বরেও এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পৌর আওয়ামী লীগের আহবায়ক খলিলুর রহমানের সভাপতিত্বে এ স্মরণ সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক শহিদুল ইসলাম লেবু, টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র সহিদুর রহমান খান মুক্তি প্রমুখ।
উল্লেখ্য: শামসুর রহমান খান শাহজাহান মহানমুক্তিযুদ্ধের সময়ে১১ নং সেক্টরেরনর্থ ইস্ট জোনে এবং আঞ্চলিক প্রশাসন কাউন্সিলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।মুজিবনগর সরকারের অধীনেভারতে সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে মুক্তিযুদ্ধের রাজনৈতিক প্রশিক্ষণ প্রদানের ক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি১৯৫৪ থেকে ৫৬ সালে পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি, ১৯৬৫ থেকে ৬৬ সাল পর্যন্ত টাঙ্গাইল মহকুমা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তিনি দীর্ঘদিন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে ১৯৭০, ১৯৭৩,১৯৭৯এবং ১৯৮৬ সালে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন।
Discussion about this post