জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নোয়াখালীর সুবর্ণচরে এক নারীকে নির্যাতন ও ধর্ষণের ঘটনায় জড়িতদের কাউকেই ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘নোয়াখালীতে ধর্ষণের ঘটনায় সরকার কঠোর অবস্থানে রয়েছে। অপরাধী যেই হোক তার শাস্তি পেতেই হবে।’
বুধবার (২ জানুয়ারি) সেতু মন্ত্রণালয়ের সেতু ভবনে ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রীংলার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘এটা নিন্দনীয় ও শাস্তিযোগ্য অপরাধ। দোষীরা কেউ পার পাবে না। পুলিশ মহাপরিদর্শকের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। ডিআইজি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বেশ গুরুত্ব দিয়ে বিষয়টি দেখা হচ্ছে।’
ওবায়দুল কাদের বলেন, ‘ঘটনাটি আমি সেদিনই শুনেছি। যদিও এটি আমার নির্বাচনী এলাকায় না। তবে নোয়াখালীতে। নোয়াখালীর একজন জনপ্রতিনিধি হিসেবে আমি বলছি- কেউ পার পাবে না। জড়িতদের শাস্তি পেতেই হবে। আমি আমার নেত্রীর মনোভাব জানি।’
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় নির্বাচনের দিন মধ্যরাতে নোয়াখালীর সুবর্ণচরে স্বামী-সন্তানকে বেঁধে রেখে এক নারীকে দল বেঁধে ধর্ষণের অভিযোগ উঠে। জানা গেছে, ওই নারী ভোট দিতে কেন্দ্রে গেলে নৌকার কয়েকজন সমর্থক তাকে নৌকা মার্কায় ভোট দিতে বলেন। কিন্তু তিনি ধানের শীষের ভোট দেয়ার কথা জানালে নৌকার সমর্থকদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। ধারণা করা হচ্ছে, এরই জেরে মধ্যরাতে ওই নারীকে গণধর্ষণের শিকার হতে হয়।
ঘটনার পরদিন সোমবার দিবাগত রাত ১১টার দিকে ওই গৃহবধূর স্বামী বাদী হয়ে একটি মামলা দায়ের করলে পুলিশ এরইমধ্যে মঙ্গলবার রাতে লক্ষীপুরের রামগতি উপজেলা থেকে মামলার তিন নম্বর আসামি স্বপনকে (৩৫) গ্রেফতার করে। আগের দিন সোমবার মামলার ছয় নম্বর আসামি বাসুকে গ্রেফতার করা হয়। সবশেষ বুধবার দুপুরে কুমিল্লার বরুরা উপজেলার মহেষপুরের একটি ইটভাটা থেকে সোহেল নামে মামলার অপর এক আসামিকে গ্রেফতার করে পুলিশ।
Discussion about this post