টাঙ্গাইলের কালিহাতীতে বই উৎসব ২০১৯ পালিত হয়েছে। ১লা জানুয়ারি মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা সদরের বেতডোবা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসবের উদ্বোধন করেন নব-নির্বাচিত সংসদ সদস্য হাসান ইমাম খান সোহেল হাজারী।
উক্ত বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনছার আলী বিকমের সভাপতিত্বে,প্রধান শিক্ষক আঃ বাতেনের সঞ্চালনায় প্রধান অতিথি একাদশ জাতীয় সংসদের নব-নির্বাচিত সংসদ সদস্য হাসান ইমাম খান সোহেল হাজারী বই উৎসবের উদ্বোধন ঘোষনা করে বক্তব্য রাখেন এবং ছাত্র-ছাত্রীদের মাঝে বই বিতরন করেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার অমিত দেব নাথ,সহকারী কমিশনার (ভূমি) নাফিসা আক্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল মজিদ তোতা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোসাৎ রোকেয়া খাতুন, উপজেলা শিক্ষা কর্মকর্তা এ,কে,এম ফজলুল হক ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও দশকিয়া ইউপি চেয়ারম্যান এম,এ মালেক ভূইয়া, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বাংড়া ইউপির সাবেক চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মোল্লা, যুগ্ম-সাধারণ সম্পাদক এ,বি,এম নুরুল আলম খসরু, কোষাধ্যক্ষ ও কালিহাতী পৌরসভার কাউন্সিলর অজয় কুমার দে লিটন. কালিহাতী পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালেক তালুকদার, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম মোল্লা,নাগবাড়ী ইউপি চেয়ারম্যান মাকছুদুর রহমান সিদ্দিকী মিল্টন, কালিহাতী উৎসব কমিটির সভাপতি শাকিল আহম্মেদ খান, কালিহাতী পৌর সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বেনী মাহবুবসহ উপজেলা প্রশাসন,পরিষদ,শিক্ষক সমিতির বিভিন্ন স্তরের কর্মকর্তা ও নেতৃবৃন্দ।
আর,এস পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়,বালিকা উচ্চ বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন সরকারী প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ করা হয়।
Discussion about this post