নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো এক আরোহী।
সোমবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে ওয়ালিয়া- ফুলবাড়ি রোডের শিমুলতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বাগাতিপাড়া উপজেলার শেখপাড়া গ্রামের শাহ আলমের ছেলে জালাল উদ্দিন (২৬) ও লালপুর উপজেলার ধুপইল গ্রামের মাজরুল ইসলামের ছেলে শরিফ (২৪)। আর আহত হয়েছেন একই গ্রামের হাবিবুর রহমানের ছেলে হাফিজুর রহমান (২৫)।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. নজরুল ইসলাম জুয়েল জানান, সোমবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে জালাল, শরিফ ও হাফিজুর তিনজন মিলে একই মোটরসাইকেলে করে ওয়ালিয়া বাজার থেকে ধুপইল গ্রামে যাচ্ছিলেন। পথে ওয়ালিয়া- ফুলবাড়ি রোডের শিমুলতলা মোড়ে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খেঁজুর গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই জালাল ও শরিফ নিহত হন। আর গুরুতর আহত অবস্থায় হাফিজুরকে স্থানীয়রা উদ্ধার করে লালপুর উপজেলা হাসপাতালে ভর্তি করেছেন।
Discussion about this post