উৎসব মুখর পরিবেশে টাঙ্গাইলে জাতীয় পাঠ্যপুস্তক উৎসব দিবস উদযাপিত হয়েছে।
১ জানুয়ারি মঙ্গলবার সকালে শহরের মডেল প্রাইমারী স্কুল প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা প্রশাসক মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানটি উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর আসনের এমপি ছানোয়ার হোসেন, টাঙ্গাইল জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল আজিজ প্রমুখ।
উল্লেখ্য, জেলায় ৪ লক্ষ ৪৪ হাজার ৩৮৩ প্রাইমারি শিক্ষার্থীদের মাঝে ২১ লক্ষ ১৬ হাজার ২৪২ টি বই ও ৪ লক্ষ ৪১ হাজার ৪৮৩ মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে ৫৯ লক্ষ ৫৯ হাজার ২৫৯ টি বই বিতরণ করা হয়।
Discussion about this post