রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় সারোয়ার হোসেন (৩০) নামে এক ট্রলিচালক নিহত হয়েছেন।
সোমবার (৩১ ডিসেম্বর) বেলা ১টার দিকে রাজশাহী-ঢাকা মহাসড়কে জেলার পুঠিয়া উপজেলার ঝলমলিয়া কাঁঠালবাড়িয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত সারোয়ার হোসেন জেলার চারঘাট উপজেলার ওমরগাড়ি এলাকার রমজান আলীর ছেলে। পবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকালে মহাসড়ক ধরে ইটবোঝাই ট্রলি নিয়ে যাচ্ছিলেন সারোয়ার। পথে বিপরীতমুখি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মারাত্মকভাবে আহত হন ট্রলিচালক সারোয়ার। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় কাভার্ডভ্যানের চালক মুকিব আলীও (৩৫) গুরুতর আহত হয়েছেন। মুকিব পাবনার সুজানগর উপজেলার দিহারামপুর গ্রামের আহেদ আলীর ছেলে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হয়েছে।
Discussion about this post