নতুন করে ভোট নেয়ার আর সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা (সিইসি)। তিনি বলেছেন, ‘একাদশ সংসদ নির্বাচন নিয়ে আমরা সন্তুষ্ট। সারা দেশে উৎসাহ-উদ্দীপনায় ভোট হয়েছে। ৮০ শতাংশ ভোট পড়েছে।’
সোমবার (৩১ ডিসেম্বর) বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে সিইসি কে এম নূরুল হুদা এ কথা বলে।
বিএনপির পক্ষ থেকে নতুন করে ভোট নেয়ার কথা বলা হয়েছে- এমন দাবির প্রেক্ষিতে সিইসি বলেন, ‘নতুন করে ভোট নেয়ার আর সুযোগ নেই।’
অনেক জায়গায় বিজয়ী প্রার্থীর চেয়ে তার নিকটতম প্রার্থী একেবারে কম ভোট পেয়েছে। কোনো কোনো জায়গায় ১৫০ আবার কোথাও ১০০ এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘ভোট তো আমরা দেইনি। জনগণ যেভাবে ভোট দিয়েছে সেভাবে হয়েছে।’
পুরো কমিশন কি সন্তুষ্ট এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘কেউ অভিযোগ করেনি। পুরো কমিশনই সন্তুষ্ট।’
তিনি বলেন, ‘দেশীয় ও আন্তর্জাতিক মিডিয়ায়ও দেখেছি, ভোট সুন্দরভাবে হয়েছে সে খবর। আমাদের কাছে কোনো দল এখনও অনিয়মের কোনো লিখিত অভিযোগ করেনি।’
সংবাদ সম্মেলনে অন্যন্যা নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত ছিলেন।
Discussion about this post