টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের।
তিনি নৌকা প্রতীক নিয়ে মোট ভোট পেয়েছেন ২ লাখ ৭ হাজার ৬৭৯ । তার নিকট প্রতিদ্বন্বী জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তমের মেয়ে কুড়ি সিদ্দিকী পেয়েছেন ৭১ হাজার ১’শ ৪৪ ভোট।
সখীপুর ও বাসাইল দুই উপজেলা মিলে এ আসনে ১২২ টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪৬ হাজার ৬’শ ৪৬ জন। এ আসনে ১ লাখ ৩৬ হাজার ৫’শ ৩৫ ভোটের ব্যবধান বিজয়ী করায় সখীপুর ও বাসাইলবাসীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন এডভোকেট জোয়াহেরুল ইসলাম।
Discussion about this post