কারকনিউজ ডেস্ক : টাঙ্গাইলে বৃহস্পতিবার থেকে করোনাভাইরাসে দ্বিতীয় ডোজের টিকা দেওয়া শুরু হয়েছে।
সকালে প্রথমে দ্বিতীয় ডোজ প্রথম গ্রহণ করেন জেলা প্রশাসক মো. আতাউল গনি। এর পর সিভিল সার্জন আবুল ফজল মো. সাহাব উদ্দিন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদসহ অন্যান্য দ্বিতীয় ডোজের টিকা গ্রহণ করেন।
এর আগে গতকাল বুধবার টাঙ্গাইলে দ্বিতীয় ডোজের ৬৩ হাজার করোনা টিকা পৌছে।
সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাব উদ্দিন খান জানান, গত ২৯ জানুয়ারি টাঙ্গাইলে প্রথম ধাপে এক লাখ ২০ হাজার ডোজ পৌছায়। সেখান থেকে গত বুধবার পর্যন্ত টাঙ্গাইলের ১২ টি উপজেলার ৪২টি কেন্দ্রে ৯৭ হাজার ১৭৮ জন করোনাভাইরাসের টিকা গ্রহণ করেন।
Discussion about this post