একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল -৪ কালিহাতী আসনে ১০৮টি কেন্দ্রের মোট ফলাফলের ভিত্তিতে নৌকার প্রার্থী ইমাম হাসান খান সোহেল হাজারী বিশাল ব্যবধানে বিজয়ী হতে যাচ্ছেন।
এ আসনে নৌকা প্রার্থী ২ লাখ ২৪হাজার ১২ভোট এবং তার প্রতিদ্বন্দ্বি ঐক্যফ্রন্টের প্রার্থী লিয়াকত আলী পেয়েছেন ৩৪ হাজার ৩৮৮ভোট।
এছাড়াও অনান্য প্রার্থীরা পেয়েছেন লাঙ্গল ৩৩০, বাইসাইকেল ১৫৪, ট্রাক ৩১১, গোলাপফুল ৫০১ ও হাতপাখা প্রতীক পেয়েছেন ১ হাজার ৬৮৩ ভোট।
বিভিন্ন কেন্দ্র ও নিজস্ব সূত্রে জানাযায়, সকাল থেকেই শান্তিপূর্নভাবে লাইনে দাড়িয়ে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এ আসনে ১০৮টি কেন্দ্রের ৬০০টি কক্ষে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ১৫৪৯০৫ এবং নারী ভোটার হচ্ছে ১৫৬১৮৩ জন।
এ আসনে আরো নির্বাচন করছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ সিদ্দীকী (ট্রাক), মির্জা আবু সাঈদ (হাতপাখা) ইসলামী আন্দোলন, মোন্তাজ আলী গোলাপ ফুল) জাকের পার্টি, সাদেক সিদ্দকী (কাঁঠাল) বাংলাদেশ জাতীয় পাটি, সৈয়দ মুস্তাক হোসেন (লাঙ্গল), জাতীয় পার্র্টি
১৯৯১ সালের পঞ্চম সংসদ নির্বাচনে জাতীয় জাসদ প্রার্থী স্বাধীনতার ইশতেহার পাঠক শাহজাহান সিরাজ আওয়ামী লীগ প্রার্থী আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে জয়লাভ করেন। এরপর ১৯৯৬ সালের ষষ্ঠ সংসদ নির্বাচনেও তিনি বিএনপি প্রার্থী হিসেবে জয়লাভ করেন। তবে ১৯৯৬ সালের ৭ম সংসদ নির্বাচনে তিনি আওয়ামীলী প্রার্থী আব্দুল লতিফ সিদ্দিকীর নিকট পরাজিত হন। ২০০১ সালের নির্বাচনে শাহজাহান সিরাজ পুনরায় আব্দুল লতিফ সিদ্দকঅর বিরুদ্ধে জয়লাভ করে আসনটি নিজের হাতে ফিরিয়ে নেন। তবে ২০০৮ ও ২০১৪ সালের নির্বাচনে লতিফ সিদ্দিকী জয়লাভ করেন। তবে হজ্ব ও তাবলীগ জামাত নিয়ে বিরূপ মন্তব্যের কারনে তিনি দল থেকে বহিস্কৃত হয়ে সংসদ থেকে পদত্যাগ করলে এ আসনে উপ নির্বাচনে জয়লাভ করেন বাংলাদেশ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হাসান ইমাম খান সোহেল হাজারী)।
Discussion about this post