কারকনিউজ ডেস্ক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর সাবেক স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জননেতা আব্দুল মান্নানের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের আব্দুল মান্নান হলে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিনের নেতৃত্বে আব্দুল মান্নানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়।
এরপর মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল মুক্তিযোদ্ধা এবং আব্দুল মান্নানসহ তার পরিবারের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।
এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
Discussion about this post