আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি আশাবাদী নৌকার জয় হবেই হবে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতেই দেশের মানুষ নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামী লীগকে বিজয়ী করবে ইনশাআল্লাহ।
রোববার সকাল ৮টায় রাজধানীর সিটি কলেজ কেন্দ্রে ভোট দিয়ে বেরিয়ে তিনি এ কথা বলেন।
দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নের মহাসড়কে যে বাংলাদেশ উঠেছে, সে উন্নয়ন যাতে অব্যাহত থাকে। কোনোভাবেই যাতে জয়যাত্রা থেমে না যায়।
তিনি বলেন, বিএনপি-জামায়াত পরাজয় নিশ্চিত জেনে অনেক আগে থেকেই নাশকতা শুরু করে দিয়েছে। গত রাতেও আমাদের ৪ জন কর্মীকে হত্যা করেছে। আমি আমার নেতা-কর্মীদের ধৈর্য ধারণ করার জন্য বলেছি ও ভোটের ফলাফল নিয়ে বাড়ি ফেরার জন্য বলেছি।
Discussion about this post