জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজ নির্বাচনী আসন ঠাকুরগাঁও-১ ভোট প্রদান শেষে বলেন, ভোটাররা যদি শান্তিপূর্ণ পরিবেশে ভোট প্রদান করতে পারে তাহলে ঐক্যফ্রন্টের বিজয় হবে।
রোববার সকাল ৮টা ৩০ মিনিটে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান শেষে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ঠাকুরগাঁওসহ দেশের অনেক ভোট কেন্দ্রের অবস্থা ভাল নেই। আমরা চাই জনগণ ভোটাররা ভোট প্রদান করুক, ভোট দিতে পারলেই তারা তাদের পছন্দের প্রার্থী বিজয়ী করতে পারবেন ও গণতন্ত্রের বিজয় হবে।
পরে তিনি নিজ নির্বাচনী আসনের বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন ও সাধারণ ভোটারদের সাথে কথা বলেন।
Discussion about this post