একাদশ জাতীয় সংসদ নির্বাচনে উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে টাঙ্গাইলের ১২টি উপজেলার আটটি আসনের ভোট গ্রহণ চলছে। রবিবার সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। সকাল থেকেই ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। সকাল থেকে ভোটাররা লাইনে দাড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
টাঙ্গাইলের আটটি আসন টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী), টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর), টাঙ্গাইল-৩ ঘাটাইল, টাঙ্গাইল-৪ কালিহাতী, টাঙ্গাইল-৫ সদর আসন, টাঙ্গাইল-৬ দেলদুয়ার-নাগরপুর), টাঙ্গাইল-৭ মির্জাপুর ও টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর)।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫০ জন প্রার্থী নির্বাচনে চুড়ান্তভাবে প্রতিদ্বন্দিতায় রয়েছেন।
টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে আওয়ামী লীগের ড. মোঃ আব্দুর রাজ্জাক, বিএনপির সরকার শহীদ, এনপিপির আবু মিল্লাত হোসেন, ইসলামী আন্দোলনের আশরাফ আলী ও জাকের পার্টির সালামত হোসাইন খান।
টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে আওয়ামী লীগের তানভীর হাসান ছোট মনির, বিএনপির সুলতান সালাউদ্দিন টুকু, জাকের পার্টির এনামুল হক মঞ্জু, ইসলামী আন্দোলনের এস এম শামসুর রহমান, বিকল্প ধারার মুনিরুল ইসলাম, কমিউনিস্ট পার্টির জাহিদ হোসেন খান।
টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে আওয়ামী লীগের আতাউর রহমান খান, বিএনপির লুৎফর রহমান খান আজাদ, এনপিপির এস এম চান মিয়া, তরিকদ ফেডারেশনের মোঃ আবু হানিফ, বিএনএফ’র আতাউর রহমান খান, জাকের পার্টির খলিলুর রহমান, ইসলামী আন্দোলনের রেজাউল করিম।
টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে আওয়ামী লীগের হাসান ইমাম খান সোহেল হাজারী, ঐক্যফ্রন্ট থেকে কৃষক শ্রমিক জনতা লীগের লিয়াকত আলী, স্বতন্ত্র সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, ইসলামী আন্দোলনের মির্জা আবু সাঈদ, জাকের পার্টির মোস্তাক আলী, জাতীয় পার্টি (জেপি) সাদেক সিদ্দিকী, জাতীয় পার্টির সৈয়দ মোস্তাক হোসেন।
টাঙ্গাইল-৫ (সদর) আসনে আওয়ামী লীগের মো. ছানোয়ার হোসেন, বিএনপির মাহমুদুল হাসান, জাতীয় পার্টির শফিউল্লাহ আল মুনির, স্বতন্ত্র মুরাদ সিদ্দিকী ও সাবেক এমপি আবুল কাশেম, ইসলামী আন্দোলনের খন্দকার ছানোয়ার হোসেন, বিএনএফ’র শামীম আল মামুন, খেলাফত আন্দোলনের সৈয়দ খালেদ মোস্তফা।
টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে আওয়ামী লীগের আহসানুল ইসলাম টিটু, বিএনপির গৌতম চক্রবর্তী, স্বতন্ত্র ব্যারিস্টার আশরাফুল ইসলাম ও আবুল কাশেম, এনপিপি’র মামুনুর রহমান, তরিকত ফেডারেশনের মোঃ আনোয়ার হোসেন, ইসলামী আন্দোলনের আখেনুর মিয়া।
টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে আওয়ামী লীগের একাব্বর হোসেন, বিএনপির আবুল কালাম সিদ্দিকী, জাতীয় পার্টির জহিরুল ইসলাম জহির, ইসলামী আন্দোলনের শাহীনুর ইসলাম, প্রগতিশীল গনত্রান্ত্রিক দলের রূপা রায় চৌধুরী ও খেলাফত মজলিসের সৈয়দ মজিবর রহমান।
টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে আওয়ামী লীগের জোয়াহেরুল ইসলাম, ঐক্যফ্রন্টের কৃষক শ্রমিক জনতা লীগের কুঁড়ি সিদ্দিকী, ইসলামী আন্দোলনের আব্দুল লতিফ মিয়া, এনপিপি’র শফি সরকার।
জানাযায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের আটটি আসনে প্রায় ২৭ লাখ ৮৪হাজার ৪২২জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে পুরুষ ভোটার ১৩ লাখ ৭৯ হাজার ৪১১জন এবং মহিলা ভোটার ১৪ লাখ ৫ হাজার ১১জন।
টাঙ্গাইলের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. শহীদুল ইসলাম জানায়, টাঙ্গাইল জেলার ৮টি আসনে ১২টি উপজেলা, ১১টি পৌরসভা, ১১৮টি ইউনিয়ন রয়েছে। এ আসনে মোট ১ হাজার ১টি ভোট কেন্দ্রে ৫ হাজার ৬৩১টি ভোট কক্ষ রয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠ ও শান্তিপূর্ন করতে আমরা জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশনায় কাজ করে যাচ্ছি। আশা করছি সুন্দর পরিবেশে নির্বাচন শেষ করতে পারবো। আর এ নির্বাচনের সার্বিক পরিস্থিতী নিয়ন্ত্রনে রাখার জন্য এ আসনগুলোতে ৭শ সেনাবাহিনী, ৩শ বিজিবি, ২ হাজার পুলিশ, ১৭০জন র্যাব এবং ১২ হাজার আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন।
Discussion about this post