আওয়ামী লীগ মনোনীত টাঙ্গাইল সদর-০৫ আসনের প্রার্থী মোঃ ছানোয়ার হোসেন কে বিজয়ী করার লক্ষ্যে দলের সকল নেতাকর্মীদের কাজ করার নির্দেশ দিয়েছে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ। শনিবার (২৯ ডিসেম্বর) টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের এক জরুরী সভার সিদ্ধান্ত মোতাবেক একথা জানানো হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশক্রমে টাঙ্গাইল সদর-০৫ আসনে মোঃ ছানোয়ার হোসেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে নির্বাচনে অংশ নিবেন। এবং জাতীয় পার্টি মনোনীত প্রার্থী শফিউল্লাহ আল মুনির লাঙ্গল প্রতীক নিয়ে পৃথকভাবে নির্বাচন করবেন।
জেলা আওয়ামী লীগের জরুরী সভার সিদ্ধন্ত মোতাবেক টাঙ্গাইল জেলা আওয়ামীলীগ ও এর প্রতিটি অঙ্গ ও সহযোগি সংগঠনের সকল নেতা কর্মীদের ৩০ শে ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল সদর আসনে আওয়ামী লীগের প্রার্থী মোঃ ছানোয়ার হোসেন কে নৌকা প্রতীকে বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে সকলকে কাজ করার জন্য নির্দেশ প্রদান ও অনুরোধ করা হয়।
Discussion about this post