হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন জনপ্রিয় নায়ক মিঠুন চক্রবর্তী। পিঠের ব্যথায় কাবু অভিনেতাকে নিয়ে ইতিমধ্যেই লস এঞ্জেলসে পাড়ি দিয়েছেন তাঁর পরিবারের লোকেরা। মার্কিন মুলুকেই মিঠুন চক্রবর্তীর চিকিৎসা শুরু হবে বলে জানা যাচ্ছে।
সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, বেশ কয়েক বছর ধরেই পিঠের ব্যথায় কাবু বলিউডের ‘ডিস্কো ডান্সার’। চিকিৎসাও চলছিল। কিন্তু, এবার ব্যথা বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছলে চিকিত্সার জন্য তাঁকে নিয়ে মার্কিন মুলুকে পাড়ি দেয় চক্রবর্তী পরিবার। বলিউড অভিনেতার ছেলে, বউমাই আপাতত তাঁর সঙ্গে রয়েছেন বলে খবর। লস এঞ্জেলসের হাসপাতালেই আপাতত ভর্তি রয়েছেন মিঠুন। সেখানেই চলছে তাঁর চিকিৎসা।
প্রসঙ্গত ২০০৯ সাল থেকে পিঠের ব্যথায় কাবু মিঠুন চক্রবর্তী। ২০১৬ সালে একবার হাসপাতালে ভর্তি করা হয় ৬৬ বছরের অভিনেতাকে। ওই ঘটনার পর প্রায় দু’বছরের মাথায় ফের অসুস্থ হয়ে পড়লেন মিঠুন।
মিঠুন চক্রবর্তীর পাশাপাশি প্রচণ্ড শীতে অসুস্থ হয়ে পড়েন বলিউডের বর্ষীয়ান অভিনেতা কাদের খান-ও। চিকিত্সার জন্য হাসপাতালে ভর্তি করার পর থেকেই কথা বন্ধ করে দিয়েছেন বলিউড অভিনেতা। নিউমোনিয়া, শ্বাসকষ্টসহ তাঁর শরীরে বার্ধক্যজনিত বেশ কিছু সমস্যাও ধরা পড়েছে। ফলে, ক্রমশ খারাপ হতে শুরু করেছে বলিউড অভিনেতার শারীরিক অবস্থা। কাদের খান কেমন আছেন, সেই খবরাখবর দেওয়ার জন্য এই মুহূর্তে হাসপাতালে রয়েছেন তাঁর ছেলে সরফরাজ।
Discussion about this post