আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা সিটি কলেজ ভোট কেন্দ্রে তার ভোট প্রদান করবেন।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকন বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার সকালে প্রধানমন্ত্রী ঢাকা সিটি কলেজ কেন্দ্রে তার ভোট দেবেন।
জানা গেছে, ধানমন্ডির সুধাসদনের বাসার ঠিকানায় ভোটার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে হিসেবে তার ভোট কেন্দ্র হচ্ছে ঢাকা সিটি কলেজ কেন্দ্র। এর আগে ২০০৮ সালের ২৯ ডিসেম্বর এবং ২০১৪ সালের ৫ জানুয়ারি এই কেন্দ্রে ভোট দেন তিনি।
উল্লেখ্য, ৩০ ডিসেম্বর (রোববার) একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এদিন দেশের ২৯৯ আসনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।
Discussion about this post