আসন্ন নির্বাচনের একদিন আগে সংবাদ সম্মেলনে আসছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা এবং গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।
শনিবার বিকেল ৪টায় নয়াপল্টনে ঐক্যফ্রন্টের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এর আগে গতকাল শুক্রবার বিকেলে ড. কামালের এই সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরে ওই ভবনে অগ্নিকাণ্ডের কারণে তা স্থগিত করা হয়।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করে বলেন, সংবাদ সম্মেলনে ড. কামাল হোসেন সারা দেশের নির্বাচনী পরিবেশসহ নানা বিষয় নিয়ে কথা বলবেন।
Discussion about this post