যাত্রাবাড়ি মাতুয়াইলে অগ্নিকাণ্ডে ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়ে পলাশ (১২) ও তুষার (৭) নামে দুইভাই নিহত হয়েছে।
শুক্রবার রাত পৌনে তিনটার দিকে একটি টিনশেড বাড়িতে এ আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হন। পরে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করে।
এছাড়াও অগ্নিদগ্ধ তাদের বাবা ইকবাল হোসেনকে (৫৫) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিত্সা দেওয়া হচ্ছে। তার শরীরের ১৪ শতাংশ দগ্ধ হয়ে গেছে।
যাত্রাবাড়ি থানার ওসি কাজী ওয়াজেদ আলী জানান, কাউন্সিল রোড এলাকায় আগুন লেগে দুই শিশু মারা গেছে। আর তাদের বাবা ইকবাল ঢামেক হাসপাতালে চিকিত্সাধীন।
Discussion about this post