বিনোদন ডেস্ক : অভিনেত্রী রাফিয়াথ রশীদ মিথিলা প্রায়ই সামাজিক মাধ্যমে নিজের ছবি প্রকাশ করেন। বেশিরভাগ সময়ই দেখা যায়, আলো ও অন্ধকারে নিজের লাবণ্য তুলে ধরার প্রয়াস থাকে এই অভিনেত্রীর।
আলো-আঁধারি মিথিলার ছবিগুলো ভক্তরাও বেশ পছন্দ করেন।
সম্প্রতি পিঠ খোলা পোশাকে তোলা দুইটি সাদা-কালো ছবি প্রকাশ করেছেন এই অভিনেত্রী। ছবির ক্যাপশনে তিনি হলিউডের কালজয়ী অভিনেত্রী মেরিলিন মনরোর উদ্ধৃতি শেয়ার করেছেন তিনি।
একটি ছবির সঙ্গে মিথিলা লেখেন, ‘ভয় পাওয়া বোকামি, আর অনুশোচনাও’।
অপর ছবিতে আলোচিত এই তারকা লেখেন, ‘অসম্পূর্ণতা হলো সৌন্দর্য, পাগলামি হলো প্রতিভা এবং একেবারে বিরক্তিকর হওয়ার চেয়ে হাস্যকর হওয়া ভালো’।
ছবি দুইটি শেয়ার করার পর অসংখ্য ভক্ত এতে কমেন্ট করেছেন। তাছাড়া লাইকও পেয়েছেন পায় ২৭ হাজার!
Discussion about this post