একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসনে জাতীয় পার্টির লাঙ্গল নাকি আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী কে হবেন তা নিয়ে ধূম্রজাল সৃষ্টি হলেও অবশেষে তার অবসান হয়েছে। এ আসনে আলহাজ্ব ছানোয়ার হোসেনই হচ্ছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ।
শুক্রবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ১১টায় কলেজপাড়া মোড়ের অস্থায়ী নির্বাচনী প্রচারণা কার্যালয়ে বিষয়টি নিশ্চিত করেন নৌকার প্রার্থী ছানোয়ার হোসেন।
তিনি জানান, শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি এ আসনটির প্রার্থিতার সঙ্কট নিরসনে দলীয় বৈঠক শেষে নৌকার প্রার্থী হিসেবে আমাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার নির্দেশ দেন। তবে আসনটিতে মহাজোটের প্রার্থী হিসেবে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী সফিউল্লাহ আল মুনিরও প্রতিদ্বন্দ্বিতা করবেন।
Discussion about this post