স্পোর্টস ডেস্ক : করোনা হানা দিয়েছে পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। কোয়েট্টা গ্লাডিয়েটর্স বনাম ইসলামাবাদ ইউনাইটেডের ম্যাচটির নির্ধারিত সূচি পরিবর্তন করে একদিন পিছিয়ে দেওয়া হয়েছে।
ম্যাচটি হওয়ার কথা সোমবার (০১ মার্চ)। তবে কোয়াট্টার বোলার ফাওয়াদ আহমেদের কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট আসার পর ম্যাচ পরিত্যক্তের সিদ্ধান্ত নেয় পিএলএলের ইভেন্ট টেকনিক্যাল কমিটি।
ফ্র্যাঞ্জাইজি লিগটি এক বিবৃতিতে জানায়, দু’দিন আগে থেকে ফাওয়াদের মধ্যে করোনার উপসর্গ দেখা দেয়। এরপর দ্রুত তাকে শনিবার সন্ধ্যা থেকে আইসোলেশনে পাঠানো হয়।
ফাওয়াদের রিপোর্ট পজিটিভ এলেও কোয়েট্টা ও ইসলামাবাদের বাকি খেলোয়াড়দের সবার নেগেটিভ রিপোর্ট এসেছে।
সব কিছু ঠিকঠাক থাকলে মঙ্গলবার (০২ মার্চ) বাংলাদেশ সময় রাত ০৮টায় শুরু হবে ম্যাচটি।
Discussion about this post