লাইফস্টাইল ডেস্ক : মহামারি করোনায় স্তব্ধ ছিল প্রায় পুরো ২০২০ সাল। এখন করোনা রুখতে টিকা এলেও সবার টিকা পেতে বেশ সময় লেগে যাবে।
এদিকে বিশেষজ্ঞরা বলেন, টিকা নিলে কতদিন সুরক্ষা মিলবে সেটি এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।
ফলে করোনা ভাইরাসে সংক্রমণের ঝুঁকি কমাতে আরও কিছু দিন মানতেই হবে যেগুলো:
• অনেকেরই অভ্যাস আছে দাঁত দিয়ে নখ কাটা, হাতের মাধ্যমেই সংক্রমণের ঝুঁকি সবচেয়ে বেশি। তাই এটা বন্ধ করতে হবে এখনই
• অপরিষ্কার হাতে নাক, চোখ একেবারেই ছোঁয়া যাবে না
• মুখে ব্রণের সমস্যা থাকলে তো কথাই নেই। অনেকেই আছেন একটি ছোট ব্রণ হলেও নখ দিয়ে খুঁটতেই থাকেন। করোনায় এই অভ্যাস কত বড় বিপদ ডেকে আনতে পারে, বুঝতেই পারছেন
• চুলেও লেগে থাকতে পারে ভয়াবহ করোনার জীবাণু। চুলে হাত দেওয়ার অভ্যাস থাকলেও বাদ দিন
• দাঁতের ফাঁকে খাবার আটকে থাকলে সেটা আঙুল দিয়ে বের করেন অনেকে। এটাও আর করা যাবে না
• পরা পোশাকে হাত-মুখও মোছা যাবে না
• প্রতিবার ব্যবহারের পর সাবান দিয়ে পোশাক ধুয়ে রোদে শুকিয়ে নিন
• প্লেট-গ্লাস, চায়ের কাপ, চিরুনি আর তোয়ালে অবশ্যই আলাদা রাখুন ও নিজ দায়িত্ব নিয়মিত পরিষ্কার করুন।
• মাস্কটাও ব্যবহার করুন বাইরে গেলে। এখনই বাদ দেবেন না
• এছাড়াও কারো খুব কাছে যাওয়া যাবে না। সব সময় অন্তত এক মিটার বা তিন ফুট দূরত্ব বজায় রাখুন।
Discussion about this post