বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী ৩০ ডিসেম্বর সারাদেশে নৌকার পক্ষে সাম্প্রদায়িক অপশক্তি, সন্ত্রাস ও দূর্নীতির বিরুদ্ধে ভোট বিপ্লব হবে। এ নির্বাচন হবে উৎসবমুখ, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ। ১৯৭০ সালের পর এমন গণজোয়ার আর কখনো দেখিনি।
শুক্রবার দুপুরে দাগনভূঞা উপজেলার জায়লস্কর এলাকায় বাংলাদেশ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) ক্যাম্পের সামনে ফেনী-নোয়াখালী-লক্ষীপুর সড়কের মেরামত কাজ পরিদর্শনকালে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, নির্বাচনে নৌকার গণজোয়ার দেখে পাকিস্তানী ভাবধারায় যারা রাজনীতি করে তারা নির্বাচনে বিশৃঙ্খলার সৃষ্টির ষড়যন্ত্র করছে। কেউ ভোট কেন্দ্র পাহারা দেয়ার নামে সন্ত্রাস-নৈরাজ্য করার চেষ্টা করতে পারে। তাদেরকে কঠোরভাবে প্রতিহত করা হবে। সকলকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে।
ওবায়দুল কাদের বলেন, বর্তমান সরকার আবার ক্ষমতায় এলে ফেনী-নোয়াখালী-লক্ষীপুর সড়কটি চার লেনে উন্নীত করা হবে। সড়কটি মাত্র ১৮ ফুট চওড়া ছিলো। বর্তমান সরকারের আমলে আরও ১২ ফুট সম্প্রসারণ করে ৩০ ফুটে উন্নীত করা হয়েছে। উন্নয়ন ও সমৃদ্ধির এই ধারা অব্যাহত রাখতে জণগনের রায়ে ভোট বিপ্লবের মাধ্যমে আওয়ামী লীগ আবারো ক্ষমতায় আসবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগ নির্বাচনে জিতবে, আওয়ামী লীগের গোলমাল করার দরকার নেই। তিনি বলেন, জনগণ ক্ষমতায় বসাতেও পারে, আবার সরাতেও পারে।
এসময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল কর্মকর্তা আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, ফেনী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাহিদ হোসেন, জেলা যুবলীগের সহ-সভাপতি নজরুল ইসলাম স্বপন মিয়াজী, দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্থানীয় জায়লস্কর ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ প্রমুখ।
Discussion about this post