মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা : টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নতুন যোগদান করেছেন মো. হাফিজুর রহমান।
আজ পহেলা মার্চ আনুষ্ঠানিকভাবে তিনি মির্জাপুর উপজেলায় নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
মো. হাফিজুর রহমান ৩৩তম বিসিএস (প্রশাসন) ক্যাডার হিসেবে উত্তীর্ণ হয়ে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মজীবন শুরু করেন।
এরপর তিনি, কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার সহকারি কমিশনার (ভূমি), ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সিনিয়র সহকারি সচিব (মাঠ প্রশাসন শাখায়) হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর সেখান থেকে বদলি করা হলে তিনি মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। পিরোজপুর জেলার নেছারাবাদ থানার নান্দুহার গ্রামে তিনি জন্ম গ্রহন করেন।
Discussion about this post