শেষ হলো একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা।
দেশজুড়ে গত ১০ ডিসেম্বর থেকে শুরু হওয়া ১৮ দিনের এই জমজমাট প্রচার শেষ হয় শুক্রবার সকাল ৮টায়।
উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়ে উৎসবমুখর পরিবেশে নির্বাচনী প্রচার শেষ করেছে আওয়ামী লীগ ও মহাজোট।
জনসভা, পথসভা, মিছিল, গণসংযোগ করে ভোটারদের মন জয়ের সর্বাত্মক প্রচেষ্টা নিয়ে মাঠ গরম করে রেখেছিলেন নৌকার প্রার্থীরা।
তবে মাঠের প্রচারে কিছুটা হলেও পিছিয়ে ছিল বিএনপি নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট। সারাদেশে ক্ষমতাসীন মহাজোটের প্রার্থীদের ব্যাপক প্রচারের বিপরীতে ভোটের মাঠে ধানের শীষ কোথাও সরব ছিল, কোথাও ছিল নীরব।
Discussion about this post