মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা : সৃজন মির্জাপুরের পক্ষ থেকে ছয় গুণীজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
আজ শনিবার সৃজন মির্জাপুরের সভাপতি মো. সহিনুর রহমান খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো.জহিরুল ইসলাম শেলীর সঞ্চালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধনাকারী গুণী ব্যক্তিগন হলেন, মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ও কবি মো. আবদুল মালেক, রাইজিং বিডি ডটকমের বিশেষ প্রতিনিধি ও মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কিসমত খোন্দকার, শিক্ষক ও সাংবাদিক বিবেকানন্দ চক্রবর্তী, চাপাইনবাবগঞ্জের এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ও কৃষি অর্থনীতি অণুষদ ডিন কৃষিবিদ ড. মোহাম্মদ দেলোয়ার হোসেন, প্রতিষ্ঠান মির্জাপুর বাইমাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিকা রওশনারা বেগম।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, করটিয়া সরকারি সা’দত কলেজের অধ্যক্ষ ও চর্যাপদ গবেষক প্রফেসর আলীম মাহমুদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা গুলশান কমার্স কলেজের প্রতিষ্ঠাকালিন পরিচালক আব্দুর রাজ্জাক খান রানা, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারি অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম।
বক্তব্য শেষে প্রধান অতিথি গুণীজনদের মাঝে গুণীজন সংবর্ধনা ক্রেস তুলে দেন।
এসময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুলের শিক্ষক মন্ডলী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ আরও অনেকেই।
Discussion about this post