নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মুক্তা আক্তার (২৮) অন্ত:সত্ত্বা গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।
শুক্রবার সিদ্ধিরগঞ্জের দক্ষিন ধনকুন্ডা এলাকা থেকে পুলিশ অন্ত:সত্বা ওই গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
এ ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছে। তাকে গ্রেফতার করতে পুলিশের অভিযান চলছে।
নিহত মুক্তা কুমিল্লা জেলার মুরাদ নগরের কাউছার আহমেদ পলাশের স্ত্রী। তারা ২/৩ মাস যাবৎ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বসবাস করছিলেন।
এলাকাবাসী জানান, শুক্রবার সকালে তালাবদ্ধ ঘরের জানালা দিয়ে নারীটির রক্তাক্ত লাশ বিছানায় পড়ে থাকতে দেখে স্থানীয় প্রতিবেশীরা পুলিশকে খবর দেয়’। পরে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক কামরুল ইসলাম ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে নারায়ণগঞ্জ জেলারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন। পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন পারভেজ ও নাসিক ৮নং ওর্য়াড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহীন পারভেজ জানান, হত্যাকান্ডের রহস্য উদঘাটনে তদন্ত চলছে। নিহতের স্বামী কাউছার আহমেদ পলাশকে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ব্যাপারে মামলার প্রস্তুুতি চলছে বলে জানান তিনি।
Discussion about this post