টাঙ্গাইলের কালিহাতীতে বসত-বাড়ীতে অগ্নিকান্ডে দুটি ঘরসহ ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।
২৬ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে উপজেলা সদরের উত্তর বেতডোবা গ্রামের মোসলেম উদ্দিনের বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে দুটি ঘর,নগদ আড়াই লক্ষ টাকা স্বর্ণালঙ্কারসহপ্রায় ২৫ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার গভীর রাতে বসত বাড়ীর ঘরের চালে কে বা কাহারা ঢিল দেয়। শব্দ শুনে বাড়ির লোকজন ঘুম থেকে উঠে পড়ে। ঘরের দরজা খুলেই দেখি উত্তর পাশের ঘর থেকে ধোঁয়া ও আগুন। ওই ঘরে কেউ ছিলোনা। আগুন দেখে আশেপাশের বাড়ির লোকজন এগিয়ে আসে আগুন নেভানোর জন্য। আগুন নেভাতে নেভাতেই আরেক ঘরে আগুন লেগে যায়। টাঙ্গাইল ফায়ার সার্ভিসে খবর দিলে তারা আসার আগেই দুটি ঘর ও ঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এতে ঘরে রাখা নগদ আড়াই লক্ষ টাকা, ১৪ ভড়ি স্বর্ণালঙ্কার, প্রয়োজনীয় কাগজপত্র ও আসবাবপত্রসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
এলাকাবাসী জানায়, হঠাৎ করে বাড়ীতে আগুন লাগার কারণটি পূর্ব শত্রুতার কারণে হতে পারে বলে আমরা ধারণা করছি।
Discussion about this post