টাঙ্গাইলের মির্জাপুরে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির অফিস আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুস্কৃতকারীরা।
বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার আনাইতারা ইউনিয়নের ৬নং ওয়ার্ড চরবিলশা গ্রামে আওয়ামীলীগের নির্বাচনী কার্যালয়ে এ আগুন দেয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ফারুক আহমেদ অজ্ঞাতনামাদের আসামী করে মির্জাপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
আগুনে অফিসে রাখা নির্বাচনী পোস্টারসহ সমস্ত কিছু ভষ্মীভূত হয়েছে। মির্জাপুর থানার উপ পরিদর্শক (এসআই) মিজান ঘটনাস্থল পরিদর্শক করে এসে ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
Discussion about this post