জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক প্রো-উপাচার্য ও ইতিহাস বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. এনামুল হক খান বৃহস্পতিবার দুপুরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর মৃত্যুতে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং মহান আল্লাহ তায়ালার নিকট মরহুমের বিদেহী আতœার মাগফেরাত কামনা করেন।
উল্লেখ্য, অধ্যাপক ড. এনামুল হক খান দীর্ঘদিন ক্যান্সার রোগে ভুগছিলেন। তিনি ২০০৩ সালের ২ অক্টোবর থেকে ২০০৭ সালের ২ অক্টোবর পর্যন্ত জাবির প্রো-উপাচার্য পদে অধিষ্ঠিত ছিলেন। অধ্যাপক ড. এনামুল হক খানের মৃতদেহ খিলগাঁও বাসবভন সংলগ্ন মসজিদে নামাজে জানাযা শেষে মিরপুরস্থ শহীদ বুদ্ধিজীবী করস্থানে সমাহিত করা হয়।
Discussion about this post