আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে সুষ্ঠ পরিবেশ নিশ্চিত করার স্বার্থে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকসুদুল আলম এবং ধলাপাড়া পুলিশ ফাঁড়ির ইনর্চাজ আমিরুল ইসলামকে প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
আজ শুক্রবার বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে ঘাটাইল-৩ আসনের জাতীয় ঐক্যফ্রন্ট সমর্থিত বিএনপির প্রার্থী মো. লুৎফর রহমান খান আজাদ এ সংবাদ সম্মেলন করেন।
তিনি বলেন, ভোটররা যাতে ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারে এবং বিএনপি’র এজেন্টদের সার্বিক নিরাপত্তা দেওয়া হোক।
তিনি আরো বলেন, ধানের শীষের বিজয় সুনিশ্চিত জেনে আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিএনপি’র নেতা-কর্মীদের উপর হামলা ও ভয়ভীতি প্রদশর্ন অপরদিকে পুলিশ গ্রেফতার করছে। এ বিষয়ে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বারবার দাবি জানিয়েও কর্তৃপক্ষ কোন কনপাত করেনি। তিনি বলেন, যে পুলিশ প্রশাসনের দায়িত্ব ছিলো নিরপেক্ষ হয়ে শাস্তি প্রতিষ্ঠাতা করা। আজ তারাই আওয়ামী লীগের পক্ষ নিয়ে সমাজের ক্রাসের রাজত্ব করছে। এ অবস্থায় বিএনপি ও ভোটারদের মধ্যের চরম অনাস্থা ও অবিশ্বাসের সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, আওয়ামী লীগ নেতা-কর্মীরা পুলিশ নিয়ে নির্বাচনে ধানের শীষের সম্ভাব্য এজেন্টেদের বাড়ি বাড়ি ঘিয়ে বিভিন্নভাবে ভয় ভীতি দেখাচ্ছে। বিএনপি নেতা-কর্মী ও সমর্থকদের কেন্দ্রে যেতে নিষেধ করছে।
এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল, সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, যুগ্ম সম্পাদক আবুল কাশেম, মহিলা দলের সভানেত্রী নিলুফার ইয়াসমিন প্রমূখ।
Discussion about this post