কারকনিউজ ডেস্ক : টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় সারা বিশ্বের ন্যায় মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদা পালিত হয়েছে।
এ উপলেক্ষে রাত ১২টা ১ মিনিটে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, আওয়ামী লীগ, বিএনপি, মুক্তিযোদ্ধা সংসদ পুস্পস্তবক অর্পন করে।
পরে সকালে প্রভাত ফেরির মাধ্যমে ঘাটাইলের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন আয়োজিত ইউএনও অঞ্জন কুমার সরকারের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য আতাউর রহমান খান।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু, সাবেক অধ্যক্ষ শামছুল আলম মনি, পৌর মেয়র শহিদুজ্জামান খান, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আরজু, ঘাটাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) মাকছুদুল আলম, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা সুলতানা শিল্পি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান আজাদ প্রমুখ।
Discussion about this post