টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামের পক্ষে একজোট হয়ে আখেরী সমাবেশে একই মঞ্চে ভোট চাইলেন দলের সকল মনোনয়ন প্রত্যাশী।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত নৌকা প্রার্থী অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামের আখেরি জনসভায় তারা একমঞ্চে বক্তব্য দেন। এ আসনের সকল মনোনয়ন প্রার্থীরা তাদের দলীয় প্রার্থী নৌকার পক্ষে একাট্রা হয়ে ভোট প্রার্থনা করেন। জনসভায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে ব্যানার ফেস্টুন, বাদ্যযন্ত্র নিয়ে হাজার হাজার কর্মী-সমর্থক ও ভোটার উপস্থিত হন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদের সভাপতিত্বে সমাবেশে দলীয় প্রার্থী অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম ছাড়াও দলের মনোনয়ন প্রত্যাশী সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়, জাতীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি আবদুস সালাম খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত শিকদার, অধ্যক্ষ সাঈদ আজাদ, সরকার আরিফুজ্জামান ফরুক, পৌর মেয়র আবু হানিফ আজাদ, রফিক ই-রাসেল প্রমুখ বক্তব্য দেন। বক্তারা শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং একটি আধুনিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে নৌকা প্রতীকে ভোট চান।
অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম বলেন, এ নির্বাচন উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা ও জঙ্গিবাদের হাত থেকে দেশকে মুক্ত করার নির্বাচন। এ নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে। জনগণকে সে ষড়যন্ত্র রুখতে সকলকে সতর্ক থাকতে হবে। এ সময় তিনি উপস্থিত জনগণকে সন্ত্রাস দুর্নীতি ও জঙ্গিবাদের বিরুদ্ধে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান। পরে একটি বিশাল মিছিল উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
Discussion about this post