আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সিংহ প্রতীক নিয়ে লড়ছেন আলোচিত মডেল-অভিনেতা আশরাফুল আলম ওরফে হিরো আলম।
নির্বাচনে প্রার্থী হওয়ার পর থেকে বিভিন্ন সময় টিভি টকশোতেও দেখা গেছে তাকে। মনোনয়নপত্র কেনার পর থেকেই গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে বেশ আলোচিত এই প্রার্থী। তার নির্বাচনী প্রচারণা নিয়ে বিভিন্ন খবরে মুখরিত ফেসবুক। প্রকাশ হয়েছে কিছু ভুয়া খবর ও ভিডিও।
সংসদ সদস্য নির্বাচিত হলে মন্ত্রী হতে চান কি না এমন প্রশ্ন করা হয়েছিল বিভিন্ন টকশোতে। সেসময় তিনি বিষয়টি এড়িয়ে গিয়েছিলেন। তবে এবার তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হলে কৃষিমন্ত্রী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ ইচ্ছার কথা বলেন।
হিরো আলম বলেন, ‘আমরা যদি গরীব-দুঃখী-মেহনতি মানুষের হয়ে কাজ করতে চাই, তাহলে অবশ্যই কৃষি মন্ত্রণালয়ের হয়ে কাজ করতে হবে।’
ভোটের প্রচারণায় বিনোদন জগতের কর্মীদের অংশগ্রহণ নিয়ে হিরো আলম বলেন, ‘এ বেলায় আমার প্রসঙ্গ ভিন্ন, কারণ আমি নিজেই একজন স্টার। কোনো এলাকায় গেলে এমনি ভীড় পড়ে যায়। আমার জন্য অন্যকোনো স্টারের প্রয়োজন নেই।’ ‘যদি এই জায়গায় আমার মডেলদের নামাই পরিস্থিতি বেসামাল হয়ে যাবে’- বলে সহাস্যে উল্লেখ করেন তিনি।
নির্বাচনী ইশতেহার প্রসঙ্গে হিরো আলম জানান, প্রথমেই নিজের এলাকার সামাজিক কর্মকান্ডের দিকে মনোযোগ দিব। উদাহরণ হিসেবে, রাস্তা মেরামত, আরও স্কুল-মাদ্রাসা নির্মাণ, বাল্যবিয়ে বন্ধ করার কথা বলেন। আর এসব কাজে তরুণদেরকে পাশে চান হিরো আলম।
তিনি বলেন, আমি জিরো থেকে হিরো, গরীব ঘরের সন্তান। আমার যে বয়স, এই বয়সে বাংলাদেশে কেউ নির্বাচন করেনি। আমার ইচ্ছা, এলাকার ছোট ছোট কাজগুলো শেষ করা।
প্রসঙ্গত, বগুড়া-৪ আসনে নির্বাচনে হিরো আলমসহ প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭ জন প্রার্থী। তারা হলেন – মহাজোট মনোনীত প্রার্থী এ কে এম রেজাউল করিম তানসেন (নৌকা), বিএনপির মনোনীত মোশারফ হোসেন (ধানের শীষ), ইসলামী আন্দোলনের মোহাম্মদ ইদ্রিস আলী (হাতপাখা), তরিকত ফেডারেশনের কাজী এম এ কাশেম (ফুলের মালা), ন্যাশনাল পিপলস পার্টির আয়ুব আলী (আম) ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের জীবন রহমান (টেলিভিশন)।
এ আসনে প্রথমে জাতীয় পার্টি থেকে নমিনেশন চাইলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে সিংহ মার্কায় লড়ছেন হিরো আলম।
Discussion about this post