টাঙ্গাইল-০৮ (বাসাইল-সখীপুর) আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামের নির্বাচনী অফিস ভাঙচুর,অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ মামলায় ঐক্যফ্রন্টের ১৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে সখীপুর থানা পুলিশ। বুধবার রাতে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
মামলা সূত্রে জানা যায়, বুধবার ভোরে উপজেলার গজারিয়া ইউনিয়নের জয়বাঙলা বাজারে আওয়ামীলীগ মনোনিত আওয়ামী লীগ মনোনিত অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামের নৌকা প্রতীকের নির্বাচনী অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং ককটেল বিস্ফোরণ ঘটায় দূর্বৃত্তরা। এ ঘটনায় ওইদিনই স্থানীয় আ.লীগ নেতা মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন বাদী হয়ে ৮৪ জনকে আসামী করে সখীপুর থানায় নাশকতার মামলা করলে রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হচ্ছেন-উপজেলার কাজীরামপুর গ্রামের শামীম আহমেদ (৩৫), জিতেশ্বরী গ্রামের দেলোয়ার হোসেন (২৪), গোহাইলবাড়ী গ্রামের নজরুল ইসলাম (৪০), একই গ্রামের সোহেল রানা (৩২), নলুয়া গ্রামের নাসির উদ্দিন (৪৫), একই গ্রামের জিয়ার উদ্দিন (৩৫), সখীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাইফুল ইসলাম শাফী (১৮), একই ওয়ার্ডের আব্বাছ উদ্দিন (৪০), যাদবপুর গ্রামের শফিকুল ইসলাম বিট্টু (৩৫), কালিয়ান গ্রামের আসলাম শিকদার নোবেল (৩২), পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নাছির উদ্দিন (২৬) একই ওয়ার্ডের আশরাফ আলী (৪০)। বৃহস্পতিবার সকালে তাদেরকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।
সখীপুর থানার ওসি আমির হোসেন বলেন, আসামীদের গ্রেফতার করে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। বাকীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
Discussion about this post