কারকনিউজ ডেস্ক : পেশাগত দায়িত্ব পালনকালে অনলাইন নিউজ পোর্টাল ‘বাংলা ট্রিবিউন’ এর টাঙ্গাইল জেলা প্রতিনিধি ও বাসাইল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এনায়েত করিম বিজয়ের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও জড়িত আসামিদের দ্রুত গ্রেফতারসহ বিচারের দাবিতে মানববন্ধন করেছে টাঙ্গাইলের ভূঞাপুর প্রেসক্লাব।
মঙ্গলবার সকাল ১১ টায় টাঙ্গাইল-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের ভূঞাপুর প্রেসক্লাবের সামনে প্রায় ঘন্টাব্যাপি মানববন্ধন কমর্সূচী পালন করেন কর্মরত সাংবাদিকরা। এরআগে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন- ‘বাসাইলে পেশাগত দায়িত্ব পালনকালে বাংলা ট্রিবিউনের টাঙ্গাইল প্রতিনিধি এনায়েত করিম বিজয় সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। এ ঘটনার কয়েকদিন অতিবাহিত হলেও এখনও পর্যন্ত জড়িত কোন আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তাই দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার করে কঠোর বিচার দাবি জানান। অন্যথায় অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।’
এসময় মানববন্ধনে ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ্আলম প্রামাণিক, সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুল, সহ-সভাপতি সিরাজুল ইসলাম কিসলু, সম্পাদক আব্দুর রাজ্জাক, সাবেক সাধারণ সম্পাদক আকতার হোসেন খান, যুগ্ম সম্পাদক সৈয়দ সায়োরার সাদী রাজু, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শাহীন, ক্রীড়া সম্পাদক ইব্রাহিম ভূঁইয়া, সাংবাদিক মিজানুর রহমান, অভিজিৎ ঘোষ, জুলিয়া পারভেজ, আব্দুল লতিফ তালুকদারসহ অন্যান্য সাংবাদিকরা অংশ নেন।
প্রসঙ্গত প্রকাশ, বাসাইল উপজেলার কাউলজানি ইউনিয়ন পরিষদ সংলগ্ন জমি নিয়ে পরিষদের সঙ্গে গ্রামের একটি পরিবারের বিরোধ চলে আসছিল। গত রোববার (৭ ফেব্রুয়ারি) সকালে ওই জমিতে পরিবারটি ঘর তোলার চেষ্টা করে। এসময় ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরীর উপস্থিতিতে চেয়ারম্যানের পক্ষের লোকজন তাদের বাধা দেয়। দ্রুতই সেখানে দু’পক্ষের সংঘর্ষের সৃষ্টি হয়। ঘটনাস্থলে পেশাগত দায়িত্বপালনে সংগঘর্ষের ছবি তুলতে গেলে চেয়ারম্যানের পক্ষের লোকজন সাংবাদিক এনায়েত করিম বিজয়ের উপর হামলা করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করে। সাংবাদিক বিজয় চিকিৎসাধীন রয়েছেন।
Discussion about this post