বিশাল আয়োজনে বিয়ে হচ্ছে অথচ ফটোগ্রাফি হবে না এমনটা তো হতেই পারে না। তাই জেনে নিন বিয়ের মৌসুমে ফটোগ্রাফির কিছু টিপস।
ওয়েডিং ফটোগ্রাফির ক্ষেত্রে খোঁজ নিন পরিচিত কোনো দক্ষ ফটোগ্রাফার রয়েছে কিনা। অপরিচিত যেকোনো ফটোগ্রাফারের সামনে হঠাৎ পোজ দিতে স্বাচ্ছন্দ্যবোধ নাও করতে পারেন। তাই প্রথমে আশেপাশের পরিচিত ওয়েডিং ফটোগ্রাফারের খোঁজ নিন। তবে মনে রাখতে হবে, কারো ডিএসএলআর ক্যামেরা থাকলেই সে দক্ষ ফটোগ্রাফার হয়ে যায়না। নিজেদের সুন্দর মুহূর্তগুলো বন্দি করতে দক্ষ কাউকেই প্রাধান্য দিন।
গায়ে হলুদ, বিয়ে, বউ ভাত এই তিনটি অনুষ্ঠানের জন্য বাজেট অনুযায়ী আগে থেকেই ঠিক করে নেবেন প্রফেশনাল ফটোগ্রাফার। অনেকেই চিন্তায় পড়ে যান প্রফেশনাল ফটোগ্রাফার কোথায় পাবেন। বিভিন্ন ফেইসবুক পেইজেই পেয়ে যেতে পারেন সব ওয়েডিং ফটোগ্রাফারদের ডিটেইলস। তাদের নাম, কাজের ধরণ, পারিশ্রমিক, ডিউরেশন যাবতীয় সবকিছুই খুঁজে পাবেন ফেইসবুক পেইজে। শুধু নক করে কথা বলে নিলেই সব জানতে পারবেন।
Discussion about this post