আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার তাপমাত্রা আরো কিছুটা কমতে পারে। শৈত্যপ্রবাহের আওতা আরেকটু বাড়তে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, ভারতের পশ্চিমবঙ্গ পর্যন্ত বেশ কিছুদিন ধরে ঠাণ্ডাপ্রবাহ বয়ে যাচ্ছে। এটা উপমহাদেশীয় উচ্চচাপ বলয় নামে পরিচিত। সাইবেরিয়া অঞ্চল থেকে হীম শীতল বায়ু প্রবাহের একটি বর্ধিতাংশ শীতের এ সময়টাতে ভারতের বিহার হয়ে পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত থাকে। এর একটি ঢেউ বাংলাদেশের কিছু অঞ্চলে লেগে থাকে। তখনই শৈত্যপ্রবাহ বাংলাদেশের রাজশাহী, রংপুর, খুলনা বিভাগের কিছু অংশ ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে বয়ে যায়।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
Discussion about this post