দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ফের সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড.কামাল হোসেন।
বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) বিকেল ৫টায় জাতীয় ঐক্যফ্রন্টের অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে ঐক্যফ্রন্টের শীর্ষনেতারা উপস্থিত থাকবেন।
এর আগে বিকেল ৩টায় জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে চলমান নির্বাচনী পরিস্থিতি নিয়ে নিজেদের করণীয় ঠিক করবে বলে জানা গেছে। এরপরই সংবাদ সম্মেলন করা হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের দফতরের দায়িত্বে থাকা তাতী দলের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মিন্টু।
Discussion about this post