মিশরের প্রথম গণতান্তিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিয়েছেন বিক্ষোভের মুখে পদত্যাগ করা প্রেসিডেন্ট হোসনি মোবারক। মুরসির বিরুদ্ধে জেল পালানোর মামলায় সাক্ষ্য দিতে বুধবার (২৬ ডিসেম্বর) কায়রোর একটি আদালতে উপস্থিত হন ৯০ বছর বয়সী মোবারক।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা’র এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, এদিন মিশরের সাবেক দুই প্রেসিডেন্টই উপস্থিত ছিলেন।
সংবাদমাধ্যমটি জানায়, উত্তরসুরি মুরসির বিরুদ্ধে স্বাক্ষ্য দেওয়ার সময়ে বেশিরভাগ প্রশ্নের উত্তর দেননি মোবারক।
মুরসির বিরুদ্ধে স্বাক্ষ্য দেওয়ার সময়ে বেশিরভাগ প্রশ্ন এড়িয়ে যাওয়ার কারণ হিসেবে তিনি বলেন, সাবেক সেনা কর্মকর্তা হওয়ায় এসব প্রশ্নের জবাব দিতে তার সেনাবাহিনী ও বর্তমান প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসির অনুমতির প্রয়োজন।
২০১১ সালে এক অভ্যুত্থানে ৩০ বছর পর ক্ষমতা হারান হোসনি মোবারক। ওই বিক্ষোভে জেল ভেঙে অনেক বন্দি পালিয়ে যায়। মুরসির বিরুদ্ধে অভিযোগ, তিনি এদেরকে পালাতে সহায়তা করেছিলেন।
Discussion about this post