কারকনিউজ ডেস্ক : টাঙ্গাইলের ভূঞাপুর পৌরসভা নির্বাচনে টানা তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হওয়ায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ভূঞাপুর প্রেসক্লাব।
মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) বিকাল ৫ টায় মেয়রের বাসার নিজ কার্যালয়ে এই শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
পরে ভূঞাপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন মেয়র মাসুদুল হক মাসুদ।
এসময় উপস্থিত ছিলেন- প্রেসক্লাব উপদেষ্টা ও সাংবাদিক বদিউজ্জামান খান, সভাপতি শাহ্আলম প্রামাণিক, সাবেক সম্পাদক আখতার হোসেন খান, সহ-সভাপতি আলীম আকন্দ, সিরাজুল ইসলাম কিসলু, সম্পাদক আব্দুর রাজ্জাক।
আরও উপস্থিত ছিলেন- সাংবাদিক মিজানুর রহমান, সৈয়দ সায়োরার সাদী রাজু, শফিকুল ইসলাম শাহীন, ইব্রাহিম ভূইয়া, জুলিয়া পারভেজ, আল আমিন শোভন, আব্দুল লতিফ তালুকদার, ফরমান শেখ, মামুন সরকার, আরিফুজ্জামান তপু, আসাদুল খান, ছানোয়ার হোসেন, কোরবান আলী তালুকদার, আসাদুল খান, মুহাইমিনুল ইসলাম হৃদয়, রফিকুল ইসলাম রবি, ফুয়াদ হাসান রঞ্জু, আলমগীর হোসেন প্রমুখ।
Discussion about this post