আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ সংসদীয় আসনের মধ্যে ছয়টি আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করবে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার এই ছয়টি আসনে পরীক্ষামূলক ভোট গ্রহণ শুরু হয়েছে। নতুন এই মেশিন ভোটারদের মধ্যে পরিচিত করতেই এই উদ্যোগ নিয়েছে ইসি।
এদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত আগ্রহীরা কেন্দ্রে গিয়ে কীভাবে ভোট দেবে তা জানতে পারবেন।
যে ৬টি আসনে আজ পরীক্ষামূলক ভোট হচ্ছে সেগুলো হলো- ঢাকা-৬, ঢাকা-১৩, চট্টগ্রাম-৯, রংপুর-৩, খুলনা-২ এবং সাতক্ষীরা-২।
এসব আসনের আট শতাধিক কেন্দ্রে ২১ লাখের বেশি ভোটার রয়েছে।
Discussion about this post