কারকনিউজ ডেস্ক : টাঙ্গাইলের ভূঞাপুরে পৌর নির্বাচন পরবর্তী সহিংসতায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
উপজেলার কুতুবপুরে বিজয়ী কাউন্সিলর প্রার্থী আনোয়ার হোসেনের লোকজন প্রতিপক্ষ কাউন্সিলর প্রার্থী জাহিদুল ইসলামের সমর্থকদের কমপক্ষে ১৫টি বাড়ি ভাঙচুর করে।
এ ঘটনায় আতঙ্কে পুরুষ শূন্য হয়ে পড়েছে ওই এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয়রা জানান, গতকাল পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থী আনোয়ার হোসেনের পক্ষে জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়। হাতের আঙুল কেটে নেওয়া হয় কাউন্সিলর প্রার্থী জাহিদের সমর্থক সূচি বেগমের।
ফলাফল প্রকাশের পর বিজয়ী কাউন্সিলর প্রার্থী আনোয়ারের লোকজন পরাজিত কাউন্সিলর প্রার্থী জাহিদের লোকজন আজহার, শামছুল, জলিল, মান্নান, সাদেক, আমজাদ, আনোয়ার, শহীদুজ্জামান, শামছুজ্জামান, সাইফুল, সবুর, মোমেন, করিম মেম্বার, ইসরাইল, সাত্তারের বাড়িতে দফায় দফায় হামলা চালিয়ে ভাঙচুর করে। এ ঘটনায় রাত থেকেই পুরুষশুন্য হয়ে পড়েছে ওই এলাকা।
ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলাম জানান, নির্বাচন পরবর্তী সহিংসতায় কুতুবপুর এলাকায় ভাঙচুরের ঘটনা ঘটেছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। ভাঙচুর ও হামলার ঘটনায় পরাজিত প্রার্থীর লোকজন থানায় একটি মামলা দায়ের করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Discussion about this post